রসায়ন থেকে আরো প্রশ্ন

Show Important Question


61) “ল্যান্ড ফিল" গ্যাস এর অপর নাম কি--
A) কার্বন ডাই অক্সাইড
B) নাইট্রোজেন ডাই অক্সাইড
C) সালফার ডাই অক্সাইড
D) পটাশিয়াম হাইড্রোক্সাইড

62) কাচের রুবি লাল রংয়ের হওয়ার কারণ
A) কপার অক্সাইড
B) ক্রোমিয়াম অক্সাইড
C) আয়রন অক্সাইড
D) গোল্ড ক্লোরাইড

63) কোন বায়ুদূষক তাজমহলের উজ্জ্বলতা হ্রাস করতে প্রধান ভূমিকা গ্রহণ করে?
A) কার্বন ডাই অক্সাইড
B) নাইট্রোজেন ডাই অক্সাইড
C) সালফার ডাই অক্সাইড
D) ক্লোরিন

64) ভারি জলকে রাসায়নিকভাবে কী বলা হয়?
A) ডয়টেরিয়াম অক্সাইড
B) ট্রাইটিয়াম অক্সাইড
C) হাইড্রোজেন ডাই অক্সাইড
D) হাইড্রোজেন পার অক্সাইড

65) নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত?
A) নাইট্রিক অক্সাইড
B) নাইট্রাস অক্সাইস
C) নাইট্রোজেন ডাইঅক্সাইড
D) জিংক অক্সাইড

66) কোনটি সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয়?
A) ZnO
B) CH3COONa
C) NaOH
D) এর কোনোটিই নয়

67) কোন বিকারক কাপড়ের রং বিবর্ন করে ?
A) সোডিয়াম ক্লোরাইড
B) সালফার ডাইঅক্সাইড
C) কার্বন ডাইঅক্সাইড
D) সালফার ট্রাইঅক্সাইড

68) আলুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কী বলে?
A) ডাউন পদ্ধতি
B) হেবার পদ্ধতি
C) হল পদ্ধতি
D) স্পর্শ পদ্ধতি

69) He এর যোজ্যতা কত?
A) 1
B) 2
C) 3
D) 0

70) ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কী ?
A) জিঙ্ক সালফেট
B) আয়রন সালফেট
C) কপার সালফেট
D) সিলভার নাইট্রেট

71) ব্রাউন রিং পরীক্ষা কোনটি শনাক্তকরণ কাজে ব্যবহার হয় –
A) ফসফেট
B) সালফেট
C) নাইট্রেট
D) ক্লোরেট

72) আগুন নিভানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়--
A) অক্সিজেন
B) নাইট্রোজেন
C) কার্বন ডাই অক্সাইড
D) কার্বন মনোক্সাইড

73) ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য নিম্নের কি ব্যবহার করা হয়--
A) হাইড্রোজেন সালফেট
B) কার্বন ডাই অক্সাইড
C) হাইড্রোজেন পারঅক্সাইড
D) সবকটি

74) হীরাকষ বলা হয় যে অ্যাসিডকে—
A) নাইট্রিক অ্যাসিডকে
B) সালফিউরিক অ্যাসিডকে
C) অ্যাসেটিক অ্যাসিডকে
D) অ্যাকোয়া রিজিয়াকে

75) সোডা ওয়াটার তৈরি করার জন্য কী গ্যাস ব্যবহৃত হয়?
A) অ্যামোনিয়া
B) হাইড্রোজেন
C) কার্বন ডাইঅক্সাইড
D) নাইট্রিক অক্সাইড

76) লেড পেন্সিলে নিন্মের কি ব্যবহৃত হয়--
A) গ্রাফাইট
B) লেড
C) অভ্র
D) ফসফরাস

77) অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায়?
A) মিথাইল অরেঞ্জ হলুদ বর্ণের হয়
B) ফেনলপথ্যালিন গােলাপি বর্ণের হয়
C) মিথাইল রেড হলুদ বর্ণের হয়
D) ফেনলপথ্যালিন বর্ণহীন হয়

78) কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো -
A) মাটি
B) চুনাপাথর
C) জিপসাম
D) বালি

79) রুবি কীসের অক্সাইড?
A) তামা
B) টিন
C) লৌহ
D) অ্যালুমিনিয়াম

80) -----মৌলের বহিকক্ষে আটটি ইলেকট্রন সহ তিনটি কক্ষপথ রয়েছে ?
A) Ar
B) Ne
C) Xe
D) Kr